SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২১-০৮-২০১৯ ১৭:৪১:২০

২১ আগস্টে নিহতদের স্মরণে বিভিন্ন জেলায় কর্মসূচি

cnt-al-jpg-2

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২১ আগস্ট) সকালে খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। এতে অংশ নেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হামলা মামলায় দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকরের দাবিতে দিনাজপুর জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। মানববন্ধন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

একই দাবিতে কুমিল্লার কান্দিরপাড় মোড়ে মানববন্ধন করা হয়। এতে অংশ নেন সংসদ সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়া মানিকগঞ্জ, রাঙ্গামাটিসহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।