SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২০-০৮-২০১৯ ১৩:২৩:৪৮

তৃতীয় টেস্টে খেলবেন না জেমস

eng-team

অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলবেন না ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তৃতীয় টেস্টে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড।

প্রথম টেস্টে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল ইংল্যান্ডের। কিন্তু দ্বিতীয় টেস্টে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশদের। তবে তৃতীয় টেস্টের আগে অপরিবর্তিত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 

এর আগে অ্যাশেজের প্রথম টেস্টে মাত্র চার ওভার বোলিং করে কাফ ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন এই পেসার। তাই হেডিংলি টেস্টের আগে একাদশে জায়গা হয়নি অ্যান্ডারসনের। ২২ আগস্ট তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।