SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২০-০৮-২০১৯ ১২:২৯:২৫

দায়িত্ব নিতে ঢাকায় বোলিং কোচ চার্ল

tiger-coach

বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব নিতে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকান কোচ চার্ল ল্যাঙ্গভেল্ট। তার সাথে বিসিবি'র চুক্তি দুই বছরের।

ঢাকায় আসে তাড়াহুড়ো করে বিমান বন্দর ছাড়েন ল্যাঙ্গভেল্ট। তিনি ক্যারিবীয়ান কোচ কোর্টনি ওয়ালেশের স্থালাভিষিক্ত হয়েছেন। এর আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। কোচিং লেভেল সম্পন্ন করার পর ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের বোলিং কোচের ভূমিকায় ছিলেন ল্যাঙ্গভেল্ট। এবার তার মিশন বাংলাদেশের পেসারদের মান উন্নত করার। 

ওয়ালশের কাছে প্রত্যাশিত ফল না পাওয়ায় ল্যাঙ্গভেল্টের সাথে নতুন যাত্রা বাংলাদেশের ক্রিকেটের। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি এবং ফিল্ডিং কোচ রায়ান কুক সব মিলে দক্ষিণ আফ্রিকার কোচদের আধিক্য বাংলাদেশ ক্রিকেট দলে।