SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২০-০৮-২০১৯ ১০:০৭:৪৫

প্রতিদিন ডেঙ্গু রোগীর বাড়ছে হাসপাতালগুলোতে

dengu-flw-final1

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে ভর্তি হচ্ছেন নানা বয়সী মানুষ। বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে আলাদা ওয়ার্ড কিংবা স্পেশাল টিম। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্যবিভাগ।

যশোর: যশোরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার ৮ উপজেলায় ৪২ জন রোগী এ রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসাধীন আছেন ১শ ৯২ জন।

সিরাজগঞ্জ: একদিনে সিরাজগঞ্জে ভর্তি হয়েছেন ১৭ জন নতুন রোগী। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন রোগী। স্থান সংকুলান না হওয়ায় অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত ৪শ' ৭২ জন রোগীকে সনাক্ত করা হলেও বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১শ' ৫০ জন। এরমধ্যে নতুন কোরে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন আরো ২৭ জন।

টাঙ্গাইল: টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু সনাক্তকরণ কীটের সংকট দেখা দিয়েছে। এ কারণে ডেঙ্গু পরীক্ষা করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাতক্ষীরা: ঈদের পর ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে সাতক্ষীরায়। সিভিল সার্জনের তথ্য মতে, এডিস মশার বংশবিস্তার বন্ধ করা যাচ্ছে না বলেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এছাড়া বরিশাল, রাজশাহী, চাঁদপুর, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি চলছে সচেতনতামূলক নানা কর্মসূচি।