SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৯-০৮-২০১৯ ১৪:০৮:১৯

৩ জেলায় ডেঙ্গুতে আজও ৩ জনের মৃত্যু

dengue-today-up-somoy

খুলনা, ময়মনসিংহ ও ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ আরো তিনজনের মৃত্যু হয়েছে। আজও সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তি হয়েছে। তবে ঢাকায় রোগী ভর্তির অবস্থা স্থিতিশীল রয়েছে।

পিরোজপুরে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।

গাজীপুরে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন অনেকে। গত দেড় মাসে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ৩৮০ জন।

ঝিনাইদহ সদর হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে ২৯ রোগী। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন চারজন। তবে জ্বর হলেই আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া, রাজশাহী, বরিশাল, শেরপুর ও নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে অনেকে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আতঙ্ক বাড়ছে মানুষের মনে। এ অবস্থায় সামান্য জ্বর হলেই অনেকে ছুটছেন হাসপাতালে।