SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৯-০৮-২০১৯ ১১:০৫:৪৬

সীমান্ত সমস্যা: শিলংয়ে গেলেন ৭ জেলার ৫২ কর্মকর্তা

kurigram-somoy

অভিন্ন সীমান্ত সমস্যা নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনায় যোগ দিতে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে গেলেন কুড়িগ্রামসহ ৭ জেলার জেলা প্রশাসক, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, পানি উন্নয়ন বোর্ড, কাস্টমস, ভূমি জরীপ ও মাদক নিয়ন্ত্রণ বিভাগের ৫২ জন কর্মকর্তা।

জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরের নেতৃত্বে সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের তামাবিল চেকপোষ্ট হয়ে ভারতের ডাউকি চেকপোষ্ট দিয়ে মেঘালয়ে প্রবেশ করেন জামালপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তাগণ।

আগামীকাল দিনব্যাপী সীমান্ত হত্যা বন্ধ, মাদক ও গরু পাচারসহ চোরাচালান বন্ধ, বর্ডার হাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন অভিন্ন সীমান্ত সমস্যা নিয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।

তিনি আরো জানান, টিমে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনসহ ৮ জন, জামালপুরের জেলা প্রশাসকসহ ৭ জন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদসহ ৮ জন, শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুবসহ ৬ জন, নেত্রকোনার জেলা প্রশাসক মইনুল ইসলামসহ ৬ জন, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানসহ ৮ জন এবং সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হকসহ ৮ জন রয়েছেন। এছাড়াও রয়েছেন ভূমি জরীপ অধিদপ্তরের ১ জন কর্মকর্তা।