SomoyNews.TV

Somoynews.TV icon প্রবাসে সময়

আপডেট- ১৮-০৮-২০১৯ ০৩:২২:১৮

শারজায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

uae-awa

২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

শুক্রবার সারজার হুদায়বিয়া রেস্তোরাঁর হলরুমে সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকীর আয়োজনে বক্তারা এ-কথা বলেন।

ইউএই কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরীর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সভাপতি আইয়ুব আলী বাবুল, ইউএই কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি, প্রকৌশলী সুবোধ চৌধুরীসহ দুবাই, আবুধাবী, সারজা, আল আইন, ফুজিরাহ, রাস আল খাইমাহ, উম্ম আল খোয়াইন, আজমান যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।