SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৭-০৮-২০১৯ ২২:২৮:১৬

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

acci-somoy

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটর সাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহীম সরকার (৪২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয়জন ব্যক্তি।

শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কাঞ্চন-কুঁড়িল বিশ্বরোডে (তিনশ’ ফিট) সড়কের ভোলানাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইব্রাহীম সরকার রাজধানীর খিলক্ষেত থানার কাওলা মধ্যপাড়া এলাকার সুধন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শাহজান খান জানান, বিকেল সাড়ে তিনটার দিকে কাঞ্চন-কুঁড়িল বিশ্বরোড (তিনশ’ ফিট) সড়কের ভোলানাথপুর এলাকায় মোটর সাইকেলের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক কাপড় ব্যবসায়ী ইব্রাহীম সরকার নিহত হন।

এসময় আহত হন মোটর সাইকেল আরোহী আরিফ, প্রাইভেটকারের যাত্রী বাড্ডা থানা আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, ড্রাইভার জালাল ও আশরাফসহ  ছয়জন। আহতদের রাজধানীর আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাড্ডা থানা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।