SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ১৭-০৮-২০১৯ ২১:০০:০৮

ময়মনসিংহে চামড়া বেচাকেনা শুরু

mym-leath

দেশের বিভিন্নস্থানে বকেয়া না পাওয়া পর্যন্ত চামড়া বিক্রি বন্ধ রাখলেও ময়মনসিংহে বেচাকেনা চলছে। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে শম্ভুগঞ্জ হাটে ট্যানারির লোকজন এসে চামড়া ক্রয় শুরু করেছেন। তবে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে জানান ব্যবসায়ীরা।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজারে লবনযুক্ত চামড়া বেচাকেনা শুরু হয়েছে। শনিবার সকালে ঢাকা থেকে দুটি ট্যানারির প্রতিনিধি এসে চামড়া কেনা শুরু করেছেন। গরুর চামড়া গড়ে ৫শ থেকে সাড়ে ৭শ টাকা দরে বেচাকেনা হচ্ছে। তবে বিক্রিত প্রতিটি চামড়ায় ২-৩শ টাকা লোকসান হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। দুপুর পর্যন্ত মাত্র দুটি ট্যানারির প্রতিনিধি শম্ভুগঞ্জ বাজারে এসেছেন। ঢাকা থেকে ট্যানারি কম আসায় দাম পাচ্ছেন না বলে জানান ব্যবসায়ীরা। দাম না পেয়ে পথে বসার উপক্রম তাদের।

তবে ট্যানারির প্রতিনিধিরা বলছেন, সরকার নির্ধারিত দামেই লবণযুক্ত চামড়া কিনছেন তারা। এদিকে চামড়ার আমদানি কম হওয়ায় লোকসানের আশংকায় আছেন ইজারাদাররাও।

গতবছর কোরবানির ঈদের সময় এই বাজারে প্রায় চার লাখ চামড়া বেচাকেনা হয়েছিল। কিন্তু এবার বাজারে চামড়া এসেছে প্রায় এক লাখ। যার বেশীর ভাগই এখনো অবিক্রিত রয়েছে।