SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৭-০৮-২০১৯ ১৯:৩৩:৫০

মাদারীপুরে ছাত্রলীগের বিক্ষোভ

madaripur-somoy

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে মাদারীপুর জেলা ছাত্রলীগ।

শনিবার (১৭ আগসন্ট) জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা অঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রলীগের নেতারা দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

পাশাপাশি ন্যাক্কারজনক সিরিজ বোমা হামলার মদদ দাতাদেরও সর্বোচ্চ শাস্তি দাবি করেন। বিক্ষোভ ও কালো পতাকা মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার।

বিক্ষোভ মিছিলে জেলার সহস্রাধিক ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেয়।