SomoyNews.TV

পশ্চিমবঙ্গ

আপডেট- ১৭-০৮-২০১৯ ১৮:১৮:০৫

নয়াদিল্লির এইমস হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৩৪ ইঞ্জিন

aiims-1

ভারতের রাজধানী নয়াদিল্লির অলইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কলকাতা থেকে সময় সংবাদের ব্যুরো চিফ সুব্রত আচার্য জানিয়েছেন, এইমস হাসপাতালে দ্বিতীয় এবং তৃতীয় তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখনো পর্যন্ত সেখানে আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর ৩৪টি ইঞ্জিন কাজ করছে। দ্বিতীয় এবং তৃতীয় তলার রোগীদের দ্রুত অন্য ভবনে শিফট করা হয়েছে।

ভবনটিতে কোনো রোগী ভর্তি না থাকলেও চিকিৎসকদের গবেষণা ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটিতে সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি চিকিৎসা নিলেও তাকে অন্যভবনের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।