SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৪-০৮-২০১৯ ১৪:৪৯:৩৭

ডেঙ্গু রোগীর চাপ ‘কমেছে’ হাসপাতালে

dengu

রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ গত কয়েকদিনে কমলেও আশ্বস্ত হওয়ার কিছু নেই বলে মনে করছেন চিকিৎসকরা। থেমে থেমে বৃষ্টি বাড়তি ভাবনার কারণ হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করেন তারা।

ঈদের আগে ডেঙ্গুর যে প্রকোপ দেখা দিয়েছিল, গত কয়েক দিনের হিসেবটা কিছুটা হলেও স্বস্তির। শনি, রবি সোম নিম্নমুখী হয়ে মঙ্গলবারে কমেছে ৪৩ শতাংশ। যদিও শেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তা ১৮৮০ জন।

যদিও রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্রটা উল্টো। গত তিন দিনে রোগী বেড়েছে শতাধিক। ডেঙ্গুর জন্য বিশেষ ওয়ার্ড খোলায় বেড়েছে চাপ।

তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ঈদের কারণে রোগী ভর্তির চাপ কিছুট কমেছে। দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি বাড়তি ভাবনার কারণ বলেও জানান তারা। এদিকে কর্তৃপক্ষের দাবি এসব আশঙ্কা মাথায় রেখেই কাজ করছেন তারা।