SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৪-০৮-২০১৯ ১৩:১৭:০৯

আজ লিভারপুল-চেলসির হাইভোল্টেজ ম্যাচ

e6c05-15551227577711-800

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি। সাম্প্রতিক সময়ে বাজে ফর্ম যাওয়া চেলসি এ ম্যাচটি জিতে ফিরতে চায় জয়ের বৃত্তে। অন্যদিকে, দারুন ছন্দে থাকা লিভারপুলও পরিসংখ্যানে এগিয়ে যেতে জয় তুলে নিতে মরিয়া । তুরস্কের ইস্তানবুলে দু'দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

বিপদ যখন আসে চারপাশ থেকেই আসে। এক বাক্যে ইংলিশ ক্লাব চেলসির বর্তমান অবস্থা এটা। নিষেধাজ্ঞা থাকায় দলে নতুন কোনো খেলোয়াড় কিনতে পারেনি ক্লাবটি। তার উপর দলের তারকা ফুটবলার নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদে পাড়ি দেয়ায় ক্লাবটি পড়েছে শাখের করাতে। যার ফলও মিলিছে ইতোমধ্যে। ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুর ম্যাচে ৪-০ গোলের বড় পরাজয় ব্লুদের। অথচ মাত্র দুই মৌসুম আগেও ইপিএলের শিরোপা জিতেছিল ক্লাবটি। তবে নতুন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হাত ধরে ঘুরে দাড়াতে চায় ঐতিহ্যবাহী ক্লাবটি। সেই লক্ষ্যেই উয়েফা সুপার কাপে লিভারপুলের মুখোমুখি হচ্ছে চেলসি।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইস্তানবুল পৌঁছেছে দু দল। নিরাপত্তার বেড়াজালে প্রস্তুতিও সাড়ছে দু'দল। ল্যাম্পার্ডের প্লেয়িং লিস্টে থাকা অ্যারিজাবালাগা, জর্জিনহো, কোভাসিচ আর অলিভার জিরুদ সবাই ফিট। তবে এম্যাচেও কোনো এক অজানা কারনে মাঠে না দেখা যেতে পারে ফ্রেঞ্চ ফুটবলার এনগোলো কান্তেকে। আর ফর্মে না থাকায় একাদশের বাইরে রাখা হতে পারে উইলিয়ানকেও। লিভারপুলের সাথে ম্যাচের আগে পরিসংখ্যানকেও পাশে পাচ্ছে না ব্লুরা। দু'দলের মুখোমুখি হওয়া ম্যাচে ৭৮ জয় নিয়ে এগিয়ে আছে লিভারপুলই। তবে নিজেদের অতীত হাতরে মাঠে ঘুরে দাড়ালেও অবাক হওয়ায়ার কিছু থাকবে না চেলসির।

নীল দুর্গ গলিয়ে লাল দুর্গে ফেরা যাক। সবধরনের ফুটবল আসরেই উড়ছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। কোচ য়্যুর্গেন ক্লপের হাত ধরে গেলো বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারো বড় জয়ে আসর শুরু করেছে অল-রেডরা।

চেলসির সাথে ম্যাচের আগে ফিট একাদশ পাচ্ছে লিভারপুল। ভার্জিল ফন ডাইক, ডিভক অরিগি, সালাহ, ফিরমিনোদের বর্তমান ফর্ম ধরে রাখলে জয়টা কষ্টকর কিছু হবে না। তবে এ ম্যচে দলটির গোল পোস্টের অতন্দ্র প্রহরী অ্যালিসনকে পাচ্ছে না ক্লাবটি। গেল ম্যাচে ইনজুরির কারণে দু'সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে এ ব্রাজিলিয়ান। আর যেকোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে শেষ ছয় ম্যাচের একটাতেও হারনি লিভারপুল। তাই তুরস্কেও জয় নিয়ে দেশে ফিরতে প্রত্যায়ী য়্যুর্গেন ক্লপ শিষ্যরা।