SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ১৪-০৮-২০১৯ ১৩:১০:২৯

বিকালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

semi-final-australia-vs-england

সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। লর্ডসে ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়।

এজবাস্টনে মর্যাদার এই সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। লর্ডসেও সে ধরাবাহিকতা ধরে রাখতে চায় টিম পেইনের দল।

এ ম্যাচে অজিদের দলে কিছু পরিবর্তন আসতে পারে। একাদশে ফিরতে পারেন পেসার মিচেল স্টার্ক। সম্ভাবনা আছে হ্যাজলউডেরও। তবে, বাদ পড়ছেন জেমস প্যাটিনসন।

এদিকে, প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড। ইনজুরির কারণে এ ম্যাচে নেই পেসার জেমস এন্ডারসন।

তবে, টেস্ট জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন জোফরা আর্চার। তাকে ভরসা করেই জয়ের ছক কষছে ট্রেভর বেলিসের দল।

এর আগে, লর্ডসে মুখোমুখি ৩৬ টেস্টে ১৫টিতে জিতেছে অস্ট্রেলিয়া, আর ৭টিতে ইংল্যান্ড।