SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৫-০৭-২০১৯ ০৯:৪১:২০

‘মাথা কাটা শিশুটিকে বলাৎকারের পর হত্যা করা হয়েছিল’

netro-flw-up

নেত্রকোনায় শিশুর ছিন্ন মাথাসহ ধরা পড়ে গণপিটুনিতে নিহত যুবক শিশুটিকে বলাৎকারের পর হত্যা করেছিল। ময়না তদন্তের প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া।

ছেলে ধরা গুজব প্রতিরোধে জনসচেতনতার লক্ষে বুধবার (২৪ জুলাই) দুপুরে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নিহত রবিন মাদকাসক্ত হওয়ায় এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যেকোনো গুজব সৃষ্টি ও গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। গত ১৮ জুলাই নেত্রকোনার বারহাট্টার হরিজন পল্লীতে মাদকাসক্ত যুবক রবিনের ব্যাগে একটি শিশুর মাথা দেখতে পেয়ে, তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয় জনগণ।