SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২৩-০৭-২০১৯ ১৬:২৩:০৬

নাইজেরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ৬

naigeriya-jpg-2

নাইজেরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ আন্দোলনকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

রয়টার্স জানায়, সোমবার (২২ জুলাই) ধর্মীয় নেতা শেখ ইব্রাহিম আল যাকযাকির মুক্তির দাবিতে রাজধানী আবুজাতে বিক্ষোভে নামে কয়েক হাজার সমর্থক। এসময় পুলিশ বাঁধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক শিশু রয়েছে বলে জানা গেছে। দেশজুড়ে ইসলামি আন্দোলনের ডাক দেয়ার অভিযোগে ২০১৫ সালে যাকযাকিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জেলে অবস্থান করছেন।