SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ২৩-০৭-২০১৯ ১৩:০৯:৫৯

'লবণের মজুদ পর্যাপ্ত, কোরবানিতে দাম বাড়বে না'

salt1

কোরবানির বাড়তি চাহিদা পূরণে সারা দেশের মিলগুলোতে পর্যাপ্ত লবণ মজুদ আছে, এমনকি সম্ভাবনা নেই দাম বাড়ারও। সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করে লবণ মিল মালিক সমিতি।

সংগঠনটির সভাপতি নুরুল কবীর জানান, চামড়া গুণগতমান রক্ষায় প্রয়োজনীয় লবণ সরবরাহ করতে নেয়া হয়েছে প্রস্তুতি। এক্ষেত্রে, ট্যানারি মালিকদের চাহিদামতো দামে লবণ বিক্রির জন্য মিল মালিকরা প্রস্তুত রয়েছেন বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে, বিসিক মিথ্যা তথ্য দিয়ে মানবদেহের জন্য ক্ষতিকারক সোডিয়াম সালফেট আমদানিকে উৎসাহিত করছে বলেও দাবি করে সংগঠনটি। এতে প্রচুর পরিমাণ দেশীয় লবণ অবিক্রীত থাকায় মিলগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান লবণ মিল মালিকরা।