SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২২-০৭-২০১৯ ২১:০৩:৪০

রাস্তায় অভিনেত্রীর শ্লীলতাহানি, লাইভে বর্ণনা (ভিডিও)

49212694-773946472954778-6973568450954264576-n

শুটিং শেষে বাসা থেকে ক্যাফেতে যাচ্ছিলেন টাইউল অভিনেত্রী রূপান্বিতা দাস। সড়কে নামতেই শ্লীলতাহানীর শিকার হন তিনি। থানায় অভিযোগের পর ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

তিনি জানিয়েছেন, রোববার (২১ জুলাই) যাদবপুর থানা এলাকার বিজয়গড় এলাকায় একটি ক্যাফেতে যাচ্ছিলেন। সেই সময় একটি বাইক তার দিকে এগিয়ে আসে। ওই তরুণীর অভিযোগ, বাইকের চালক তার গায়ে হাত দেয়। তার শ্লীলতাহানি করে।

তিনি পুলিশকে জানিয়েছেন, চিৎকার করে ওই বাইক আরোহীকে তাড়া করেন। তেব বাইকটি দ্রুত পালিয়ে যায়। 
সোমবার ফেসবুকে লাইভে তিনি জানান, ‘ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। কয়েক মিনিটের মধ্যে দেখি ফের ওই বাইকটা ফিরে আসছে। লাল-কালো বাইক। চালকের পরণে ছিল সাদা-সবুজ ডোরা কাটা টি শার্ট।

তিনি ওই বাইকটির নম্বর প্লেটের শেষ চারটি সংখ্যা লিখে নেন। পরে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন...