SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২২-০৭-২০১৯ ১৮:০০:১৪

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

bd-pre-jpg-2

টাইগার ক্রিকেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে মঙ্গলবার (২৩ জুলাই) শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য এই ম্যাচে মাঠে নামবে টাইগাররা। বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশই খেলানোর আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাকিরা চলে গেলেও এ দলের ব্যস্ততার জন্য আজ দলের সঙ্গে যোগ দেবেন বিজয়, মিঠুন, সাব্বির ও রুবেল। 

অন্যদিকে, নানা বিতর্কে সময় ভালো যাচ্ছে না শ্রীলঙ্কারও। তাই এই সিরিজটি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে স্বাগতিকরা। আগামী ২৬ জুলাই প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ জুলাই