SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২২-০৭-২০১৯ ১৪:১৭:৪৪

কর্ণফুলী নদীর তীরে চলছে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান

ctg-evic1

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে চলছে দ্বিতীয় দফায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

সোমবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর পতেঙ্গায় লালদিয়ার চরে এ অভিযান শুরু হয়। বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

দ্বিতীয় দফার প্রথম দিনে কর্ণফুলীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা ২০০ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানানো হয়।

এরআগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নগরীর সদরঘাটে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। প্রথম দফার ২৩০টির বেশি স্থাপনা গুঁড়িয়ে দেয়ার পাশাপাশি উদ্ধার করা হয় ১০ একর জমি।

২০১৭ সালে, ২ হাজার ১৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন উচ্চ আদালত। নানা জটিলতায় আটকে থাকার প্রায় দুই বছর পর শুরু হয় অভিযান।