SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২২-০৭-২০১৯ ১৩:০৯:২৪

জাতীয় বৃক্ষ মেলায় ১০ কোটি টাকার গাছ বিক্রি

tree-fair

ঘরে-বাইরে থাকবে সবুজের হাতছানি। প্রকৃতির ছোঁয়ায় ভরে থাকবে মন। বিভিন্ন প্রজাতির গাছের নান্দনিকতায় ছেয়ে যাবে চারপাশ। এমন গাছপ্রেমিরাই অপেক্ষা করেন জাতীয় বৃক্ষ মেলার। একইসঙ্গে এমন আয়োজন নগরবাসীকে বিনোদনের যোগান দেয় বলে মনে করেন ক্রেতারা। মাসব্যাপী এ মেলায় প্রতিবছরই ক্রেতা সমাগম বাড়ছে বলে জানান বিক্রেতারা। মাসব্যাপী আয়োজিত এ মেলায় প্রায় ১০ কোটি টাকার গাছ বিক্রি হয়েছে।

ফুল, ফল নানা ধরণের বৃক্ষরাজি। কেউ আসেন কিনতে আবার কেউ আসেন ঘুরতে। রাজধানীর আগারগাওয়ে জাতীয় বৃক্ষমেলায় আসা ক্রেতাদের মধ্যে অনেকে এসব গাছ কিনে থাকেন বিস্তৃত জায়গায় সব ধরনের ফলজ ও ঔষধি গাছের জন্য আর ছাদে বাগানপ্রেমীরা আসেন বেশিরভাগই ফলজ ও ফুল গাছ কিনতে। অন্যদিকে সবুজের মাঝে একটু সময় কাটানোর সুযোগ হাতছাড়া করেন না অনেকে।

মাসব্যাপী এ মেলায় অংশ নিয়েছে প্রায় ৬৮টি প্রতিষ্ঠানের ১০৫টি স্টল। কোনটি ফলজ গাছে ভরপুর। কোনটি মিশ্র নার্সারি। তবে স্বল্প পরিসরের সৌখিন ক্রেতারা আসেন ঘরে-বাইরে সোভা বর্ধনে অর্কিড, মানিপ্লান্ট, ক্যাকটাসসহ টেবিলে বা ঝুলন্ত লতা-পাতা বিশিষ্ট ছোট টপের গাছ কিনতে। সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রতিবারই ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বাড়ছে বলে জানান অংশগ্রহণকারীরা।

তবে প্রতিবন্ধকতার বিষয় হলো দেশের বড় বড় বেশিরভাগ নার্সারিই কার্যক্রম চলছে ভাড়া জায়গায়। এমনটি জানিয়ে বন বিভাগের অপ্রয়োজনীয় জায়গা নার্সারিগুলোকে লিজ দেয়ার দাবি নার্সারি সমিতির।

মাসব্যাপী এ মেলায় ১৯ জুলাই পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ১৫ লাখ ৯৮ হাজার ১০৯টি গাছ।