SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৮-০৭-২০১৯ ১৯:৩২:১৫

খাগড়াছড়ি ও বান্দরবানের অভ্যন্তরীণ বাস চলাচল শুরু

hill-flw

ভারী বর্ষণে আটদিন বন্ধ থাকার পর রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি ও বান্দরবানের অভ্যন্তরীণ বাস চলাচল শুরু হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ।

রাঙামাটি

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে জেলা বাসস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বাসগুলো। সড়ক বিভাগ জানায়, গত ১১ জুলাই থেকে টানা বৃষ্টিতে এই রুটের ২২ টি স্থানের রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এতে ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয় বাসসহ ভারী যানবাহন চলাচল। সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের পর পুনরায় বাস চলাচল চালু হয়।

বান্দরবান

টানা বৃষ্টিতে বান্দরবানের রুমা সড়কের বিভিন্ন পয়েন্টে পাহাড়ের মাটি ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই রুটের যোগাযোগ ব্যবস্থা। গোড়ার মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেশ কয়েকটি বেইলী সেতু। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগামী এক সপ্তাহের মধ্যে সড়কটি সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।