SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৫-০৭-২০১৯ ২১:৫২:৩৬

গবেষক মাহমুদুল হাসানকে সংবর্ধনা

mahmudul-hasan

নন্দিত গবেষক ও শিশুসাহিত্যিক খন্দকার মাহমুদুল হাসানের ষাটতম জন্মোৎসব উপলক্ষে সংবর্ধনা ও গ্রন্থ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুলাই) ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী হাশেম খান,  চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোকলোরবিদ শামসুজ্জামান খান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ দেশবরেণ্য শিল্পী ও সাহিত্যিকবৃন্দ।  

বাংলাদেশ ও ভারতের আলোচকবৃন্দ লেখকের বিপুল সৃষ্টিসম্ভার নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে খন্দকার মাহমুদুল হাসানের লেখা গান সম্মিলিত কন্ঠে গেয়ে শোনান শিল্পীরা। তাঁর লেখা কবিতা আবৃত্তি করেন আবৃত্তি একাডেমির সদস্যরা।

এ উপলক্ষে বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী, সাহিত্যিক ও গবেষকদের লেখায় সমৃদ্ধ হয়ে 'দীপ্তিমান ' নামে একটি বহুভাষিক সংবর্ধনাগ্রন্থ প্রকাশ করেছে 'সন্ধিৎসা'।

বিপুলায়তনের গ্রন্হটিতে ১১টি ভাষার লেখা অন্তর্ভুক্ত হয়েছে। প্রকাশনা সংস্থা ‘কথাপ্রকাশ’ এ উপলক্ষে  প্রকাশ করেছে খন্দকার মাহমুদুল হাসানের নতুন বই ‘দার্জিলিংয়ে দক্ষযজ্ঞ’।