SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৪-০৭-২০১৯ ২০:১০:৩৯

দ্বিতীয় দিনে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস ধর্মঘট

siraj-stike

সিরাজগঞ্জ ও মহাখালী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে সিরাজগঞ্জ-ঢাকা রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার (১৪ জুলাই) সকাল থেকে ধর্মঘটের কারণে ঢাকার মহাখালী বাস কাউন্টার থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোন বাস। আবার একইভাবে সিরাজগঞ্জে থেকেও ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে আসেনি।

সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মেসবাহুল ইসলাম লিটন জানান, সিরাজগঞ্জ-ঢাকা রুটে মহাখালী মালিক সমিতির সেবা পরিবহন নামে একটি কাউন্টার খোলা নিয়ে সিরাজগঞ্জ ও মহাখালী বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

এরই জেরে শুক্রবার সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনালে সিরাজগঞ্জের সকল কাউন্টার বন্ধ কোরে দেয়ার পাশপাশি কয়েকটি বাস আটকে রাখা হয়। এরই প্রতিবাদে শনিবার থেকে সিরাজগঞ্জ থেকেও ঢাকা রুটে সকল প্রকার বাস চলাচল বন্ধ কোরে দেয় মালিক সমিতির নেতারা।