SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-০৭-২০১৯ ১৯:০৬:০৪

বগুড়ায় ১০ বিমান বাহিনীর কর্মকর্তাকে সনদ বিতরণ

bog-air

বগুড়ায় ৫৬ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস ও ৪র্থ এভিয়েশন ইন্সট্রাক্টরস পোস্ট গ্রাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করেছেন এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবত।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে এরুলিয়ার বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে কোর্স সমাপনী ১০ বিমান বাহিনীর কর্মকর্তার হাতে সনদ তুলে দেন তিনি।

এসময় ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক মোহাম্মদ মাহফুজ উদ্দীন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিামন ঘাটির অধিনায়ক এয়ার কমডোর মুহাম্মদ শাফকাত আলীসহ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবত প্রশিক্ষণার্থীদের পরবর্তী প্রজন্মকে দক্ষ বৈমানিক তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।