SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১১-০৭-২০১৯ ১৮:০৭:০৩

‘যতদিন সম্ভব এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হবে’

japa1

যতদিন সম্ভব জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় এরশাদের অবস্থা এখনো অপরিবর্তিত বলে জানান তিনি। বলেন, সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে এরশাদকে। এই মুহূর্তে দেশের বাইরে নেয়া ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। কৃত্রিমভাবে এরশাদের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখা হয়েছে বলেও জানান তিনি। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া করেন দলের নেতাকর্মীরা।