SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-০৭-২০১৯ ১৬:৩৫:০৬

পিরোজপুরে স্বচ্ছভাবে নিয়োগ পেল ৩৩ পুলিশ সদস্য

11

পিরোজপুরে শতভাগ স্বচ্ছতার সাথে নিয়োগের মাধ্যমে চাকরি পেল ৩৩ পুলিশ সদস্য। 

বৃহস্পতিবার (১১ জুলাই) পিরোজপুরের নবাগত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান। 

পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, পুলিশে নিয়োগ নিয়ে বিগত বছরগুলোতে বিভিন্ন সমালোচনা থাকলেও, এ বছর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা ও নজরদারির মাধ্যমে শতভাগ স্বচ্ছতার সাথে পিরোজপুরে ২০ জন পুরুষ ও ১৩ জন নারী সদস্যসহ মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। 

এ সময় জোর দিয়ে পুলিশ সুপার বলেন, এ বছর নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের অধিকাংশই দরিদ্র পরিবারের এবং মেধাবী।