SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১২-১২-২০১৯ ১৩:৩৪:৫৫

সাতক্ষীরায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

satkhira

সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হোসাইন শওকত , সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি মানুষের জীবনমানকে এগিয়ে নিয়েছে । তথ্য প্রযুক্তির এই যুগে  সরকারি সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। 

নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানের মান আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন বক্তারা।