SomoyNews.TV

Somoynews.TV icon প্রবাসে সময়

আপডেট- ০২-০৭-২০১৯ ০১:২৯:২৫

স্পেনে সংস্কৃতি বিনিময় উৎসব অনুষ্ঠিত

spain

স্পেনে অভিবাসীদের নিয়ে সংস্কৃতি বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার মাদ্রিদের রাণী সোফিয়া জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে দ্বিতীয়বারের মতো অংশ নেয় প্রবাসী বাংলাদেশি সংগঠন ভালিয়েন্তে বাংলা।

ভিনদেশিদের কাছে বাঙালি সংস্কৃতি তুলে ধরতেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি ফজলে এলাহি। অনুষ্ঠানে অভিবাসীরা নিজের দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসেন। পাশাপাশি ছিল বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা।