SomoyNews.TV

Somoynews.TV icon প্রবাসে সময়

আপডেট- ২৮-০৬-২০১৯ ০৪:১৯:৩৮

উন্নয়ন ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় সৌদি আরবে সেমিনার

riyadh-news1

বাংলাদেশের উন্নয়ন ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় সৌদি আরবের রিয়াদে এক সেমিনারের আয়োজন করা হয়।

দূতাবাসের প্রেস উইংয়ের উদ্যোগে ৫৫টি দেশের বিভিন্ন পর্যায়ের কূটনীতিকরা এতে উপস্থিত ছিলেন। এসময় দ্রুত সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার আহ্বান জানান বক্তারা। সেমিনারে দূতাবাসের উপ-মিশন প্রধান ড. নজরুল ইসলাম, প্রেস সচিব ফখরুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশের পক্ষে রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদে রোহিঙ্গাদের আশ্রয় ও খাবার দেয়া সম্ভব নয়। এ সংকট সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়।