SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৭-০৬-২০১৯ ১১:২৯:৫৪

আজ বসছে না পদ্মা সেতুর ১৪তম স্প্যান

padma-14

প্রতিকূল আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার (২৭ জুন) পদ্মা সেতুর ১৪তম স্প্যান বসছে না। দুই প্রান্ত মিলিয়ে আজ প্রায় দুই কিলোমিটারের বেশি সেতু দৃশ্যমান হবার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি।  

শেষ ৪টি স্প্যান বসেছে খুব দ্রুত। কখনো ১০ দিন, কখনো ১৫ দিন বিরতিতে বসেছে এক একটি স্প্যান। সবশেষ ১৩ নম্বর স্প্যানটি বসানো হয় গত মাসে। তবে তারপরই একমাসেরও বেশি সময়ের লম্বা বিরতি।

এ সময়টা বর্ষাকাল বলে পদ্মায় স্রোত বেড়েছে বেশ। তবে এখনও কাজ করা পুরো অসম্ভব হয়ে উঠে নি। সামনের দিনগুলোতে সেটা খুব দুরুহ হয়ে উঠবে। তাই এ সময়টায় চলেছে আগাম প্রস্তুতি। পুরো বর্ষায় মূল নদী পেরিয়ে মাওয়া থেকে জাজিরার দিকে এত ভারি স্প্যান বয়ে নেয়া কঠিন হয়ে উঠবে বলে এখনি সেখানে অস্থায়ী কাঠামোর ওপর নিয়ে রাখা হচ্ছে স্প্যান। নির্ধারিত পিলারের কাজ শেষ করে আনা হলে আগে থেকে নিয়ে রাখায় তখন বর্ষায়ও সেগুলোকে বসাতে কোন সমস্যা হবে না।

মাওয়ার দিকে মাঝ নদীতে ৩ নম্বর মডিউলে এর মধ্যে বসানো আছে দুটি স্প্যান। এবার সেগুলোর সাথেই জোড়া দিয়ে বসানোর কথা রয়েছে ১৪ নম্বর স্প্যান। ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি।