SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২৫-০৬-২০১৯ ১৬:২০:৫২

সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল

kamal-hossain

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানা গেছে।

গণফোরামের কেন্দ্রীয় নেতা লতিফুল বারি হামীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চিকিৎসার জন্য ড. কামাল হোসেন সিঙ্গাপুর যাবেন। এ সময় তার সঙ্গে পারিবারের লোকজন থাকবেন।

ড. কামাল হোসেন দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন। তাই প্রতি মাসে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। এবারও একই কারণে যাচ্ছেন। তবে তার দেশে ফেরার বিষয়টি চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করবে।