SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৫-০৬-২০১৯ ১৫:১২:৩৫

নতুন ঝুঁকিতে তিতাস সেতু

bbaria-flw1

ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের ঝুঁকিপূর্ণ তিতাস সেতু মেরামতের পর যান চলাচল স্বাভাবিক হলেও ২২ টনের অধিক ভারী যানবাহন চলাচল করায় নতুন করে ঝুঁকিতে রয়েছে সেতুটি।

সোমবার (২৪ জুন) সকালে পরীক্ষামুলকভাবে যান চলাচলের জন্য বেইলি সেতুটি খুলে দেয়া হয়। এতে সেতুর উভয়ে পাশে আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি কমতে থাকে। দীর্ঘ সময়ের ভোগান্তি কাটিয়ে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে ওই রুটে। কিন্তু ২২ টনের অধিক ওজনের ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হলেও তা মানা হচ্ছে না বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এতে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

১৮ জুন বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর ঝুঁকিপূর্ণ তিতাস সেতুটির রেলিং এবং ফুটপাত ধসে নদীতে পড়ে। এরপর থেকে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ।