SomoyNews.TV

Somoynews.TV icon খেলার সময়

আপডেট- ২৩-০৬-২০১৯ ১৯:৩৪:০৬

নেটে সাব্বিরের শটে মাথা 'ফাটল' মিরাজের

miraz

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলে বড় দুঃসংবাদ পাওয়া গেছে। মাথায় আঘাত পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে তার চোট কতটা গুরুতর তা জানা যায়নি।

সাকিব, মাশরাফি, মুশফিক, সাইফউদ্দিন, তামিমরা চোটকের সঙ্গী হয়েছেন আগেই। এবার সেই তালিকায় যুক্ত হল মিরাজের নামও।

মিরাজের আঘাতের ঘটনাটা অবশ্য অদ্ভুত! সোমবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সাউদাম্পটনে অনুশীলন করছিল দলের ক্রিকেটাররা। ব্যাটসম্যানরা যখন নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন তখন নেটের পাশে মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন মিরাজ। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় সাব্বির রহমানের ব্যাট থেকে আসা শট সজোরে আঘাত হানে মিরাজের মাথায়। বল লাগার সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন। পরে উঠে দাঁড়ালে ফিজিও থিহান চন্দ্রমোহনের অধীনে নেয়া হয় তাকে। আপাতত তার অধীনেই রয়েছেন মিরাজ।

তবে তার চোট কতটা গুরুতর কিংবা এ অবস্থা থেকে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারবেন কিনা তা অবশ্য জানা যায়নি।

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে যদি মিরাজ খেলতে না পারে সেটি হবে দলের জন্য বড় ধাক্কা। এই উইকেটেই স্পিন দিয়ে ভারতকে ঘায়েল করেছিল আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষেও একই উইকেটে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকালের ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও।