SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৯-০৬-২০১৯ ০৯:৫৪:৪২

যশোরে প্রতিপক্ষের বোমা হামলায় আহত ২

jess-dead

যশোরে প্রতিপক্ষের বোমা হামলায় দুই জন আহত হয়েছেন। পালানোর সময় গণপিটুনিতে এক হামলাকারী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা হয়।

পুলিশ জানায়, বাস টার্মিনাল মসজিদের সামনে বসে ছিলো ওই এলাকার নয়ন ও আনন্দ। এসময় তাদের প্রতিপক্ষ সানি ও তার সহযোগীরা, মোটরসাইকেলে করে এসে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে গুরুতর আহত হয় নয়ন ও আনন্দ। পরে পালিয়ে যাবার সময় টার্মিনালে থাকা লোকজন সানিকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সানির মৃত্যু হয়। এদিকে উন্নত চিকিৎসার জন্য নয়নকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত সানির বিরুদ্ধে ৮ টি, নয়নের বিরুদ্ধে ১৫ টি ও আনন্দের নামেও একাধিক মামলা রয়েছে। চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা হয়েছে বলেও জানায় পুলিশ।