SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৮-০৬-২০১৯ ১৮:৪২:৪৫

নোয়াখালীতে শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডার গ্রেফতার

news-pic-2

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ জলদস্যু ফরিদ কমান্ডারকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৮ জুন) ভোরে দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে নোয়াখালী শহরের সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করে কোস্টগার্ড জানায়, জলদস্যু ফরিদের অবস্থান নিশ্চিত হয়ে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৪টি বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি চাপাতি ও ছুরিসহ অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম।

দীর্ঘদিন ধরে সে নদীপথে ডাকাতি, হত্যা ও ধর্ষণসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২টিরও বেশি মামলা রয়েছে বলে জানায় কোস্টগার্ড।