SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১৮-০৬-২০১৯ ১৭:৩০:০৮

সংসদে শপথ নিলেন সানি দেওল

sunny-deol

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপির প্রার্থী সানি দেওল জয়ী হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) সকালে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

শপথবাক্য পাঠ করার সময় মানসিক চাপ অথবা উত্তেজনার কারণে মুহূর্তের জন্য একটু অন্যমনস্ক হয়ে পড়েন সানি দেওল। লিখিত শপথবাক্য তিনি দেখে দেখে পড়ছিলেন। হঠাৎ একটি শব্দ ভুল বলে ফেলেন। এক মুহূর্ত দেরি না করে সংশোধন করে তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সততা বজায় রাখব।’ এরপর তিনি সংসদকক্ষে রক্ষিত খাতায় স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে সকালে সংসদ ভবনে পৌঁছার পর সানি দেওলকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। লোকসভা নির্বাচনের আগে গত ২৩ এপ্রিল বিজেপিতে যোগ দেন সানি দেওল।