SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১৬-০৬-২০১৯ ১১:৫৭:১৯

বাবা মানেই বটবৃক্ষের ছায়া

baba-somoy

বাবা, ভরসা ও ছায়ার নাম। সন্তানের কাছে বাবা পরম নির্ভরতার প্রতীক। বাবার আদর, শাসন আর কঠোরতা সবই সন্তানের মঙ্গলের জন্য। আর এভাবেই বাবার আদরে, শাসনে বেড়ে উঠা সন্তানের ভীত মজবুত হয়। সন্তান জীবনে সফলতা পাক, একজন ভাল মানুষ হয়ে গড়ে উঠুক এমন চাওয়াই পৃথিবীর প্রতিটি বাবার। আজ বিশ্ব বাবা দিবস।

বাবা মানেই বটবৃক্ষের ছায়া। সেই ছায়ায়, মায়ায় সন্তানের একটু একটু করে বেড়ে উঠা।

সন্তানের প্রথম স্পর্শ আবেগী করে বাবাকে। সেই উপলব্ধির যেন কোন সীমারেখা নেই।

সন্তানের চলার পথকে মসৃন করতে একজন বাবা তার সবটুকুই উজার করে দেন। তাইতো কোন কোন বাবা নিজের ভেতর মাতৃরূপকেও ধারণ করেন।

হাজারো কষ্ট সয়ে তিলে তিলে যে সন্তানকে বড় করেছেন একজন বাবা জীবন সায়াহ্নে এসে কখনো কখনো সেই বাবাই হয়ে যান সন্তানের অবহেলার প্রাত্র।

প্রত্যেক বাবার মত প্রিয় সন্তানও বাবাকে মমতায় জড়িয়ে রাখুক এমনটাই চাওয়া।

বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা আর ভালবাসা পূর্ণতা পাক। দৃঢ় হোক পারিবারিক বন্ধন। বাবা দিবসে পৃথিবীর সব বাবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা।