SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ২৫-০৪-২০১৯ ১১:৪৪:০৩

শহরে দারিদ্র্যের হার ১৮ শতাংশের বেশি

cpd

দেশের শহরাঞ্চলে এখনো দারিদ্র্যের হার ১৮ শতাংশের বেশি। আর অতি দারিদ্র্যের হার সাড়ে ৭ শতাংশের বেশি। নগরে এমন বিশাল জনগোষ্ঠীকে দারিদ্র্য সীমার নিচে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করে সিপিডি।

বুধবার (২৪ এপ্রিল) রাজধানীর গুলশানে একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি বিষয়ক অনুষ্ঠানে আরো বলা হয়, দেশে নগর দারিদ্র্য এবং আয় বৈষম্য উদ্বেগজনকহারে বাড়ছে।

এসডিজি বাস্তবায়ন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য নীতি পরিবর্তন ও বাস্তবায়নে আরো পরীক্ষা-নিরীক্ষা করে স্থানীয় সরকারকে শক্তিশালী করার তাগিদ দেন। স্থানীয় সরকারের আয় বাড়ানোর ওপর সরকার কাজ করছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।