SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৩-০৪-২০১৯ ২২:২৮:৩৮

গার্মেন্টস পরিচালক ‘খুবই দরিদ্র’ আহমদ শরীফকে তুলোধুনা

ahammed

বিশিষ্ট অভিনেতা আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১৮ এপ্রিল গণমাধ্যমে আহমেদ শরীফের বিষয়টি নিয়ে খবর প্রকাশের পরই তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছে নেট জনতা।

সামাজিক মাধ্যম ফেসবুকে সমালোচিত ও তিরস্কৃত হচ্ছেন তিনি। শত শত মানুষ আহমদ শরীফকে তীর্যক ভাষায় তুলোধুনা করছেন। 

চিকিৎসার অনুদান গ্রহণের দিনই আহমেদ শরীফ একজন প্রযোজক-পরিচালকের মেয়ের বিয়েতে সস্ত্রীক হাজির হন। এর পর তার অসুস্থতা আর অনুদান নিয়ে সমালোচনা বেড়ে যায়।

অসুস্থতা ও চিকিৎসার জন্য অনুদান নেয়া ব্যক্তি কী করে জমকালো অনুষ্ঠানে উপস্থিত হন তা নিয়ে বিতর্ক শুরু হয়। তিনি আসলেই অনুদান পাওয়ার যোগ্য কিনা সে বিষয়ে প্রশ্ন ওঠে।

আহমদ শরীফ দরিদ্র নয় সেটা প্রমাণ করতে তার মজবুত অর্থনৈতিক অবস্থান তুলে ধরেন অনেকে।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, সিনেমায় অভিনয় ছাড়াও আহমেদ শরীফ ডেনিম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর। উত্তরায় তার হাউজিং ব্যবসা আছে। তাছাড়া বিজিএমই’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান আহমেদ শরীফের বড় ভাই।