SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২২-০৪-২০১৯ ১৭:৪৩:৪৪

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

home-min

বাংলাদেশে কোন নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার( ২২ এপ্রিল) বনানীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমকে সমবেদনা জানাতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, 'নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সতর্ক আছে। এই ধরনের ঘটনা ঘটতে পারে এমন কোন তথ্য আমাদের কাছে নেই। আমাদের দেশের জনগণ এই ধরনের সন্ত্রাসবাদকে পছন্দ করে না। এই জঙ্গিবাদ নীতিতে বিশ্বাস করে না বলেই আমাদের দেশ মোটামুটি শান্ত রয়েছে।'