SomoyNews.TV

Somoynews.TV icon বাণিজ্য সময়

আপডেট- ২২-০৪-২০১৯ ১৩:০০:২৭

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

hili-port1

পবিত্র শবে বরাত ও ভারতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দরের কার্যক্রম। বন্ধ থাকবে মঙ্গলবারও। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের যাত্রী পারাপার।

বাংলা-হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, মুসলমানদের পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার (২২ এপ্রিল) সাধারণ সরকারি ছুটি। এ কারণে বন্ধ রয়েছে স্থলবন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম। পাশাপাশি ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে আগামীকাল সেদেশের সাধারণ ছুটি। এ কারণে মঙ্গলবারও (২৩ এপ্রিল) বন্ধ থাকবে হিলি স্থলবন্দর দিয়ে দু'দেশের আমদানি-রফতানি কার্যক্রম।

তবে এদিন বন্দরের আমদানি করা পণ্য খালাস ও ডেলিভারিসহ কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। বুধবার (২৪ এপ্রিল) পুনরায় স্বাভাবিক হবে হিলি স্থলবন্দরের কার্যক্রম।