SomoyNews.TV

Somoynews.TV icon অন্যান্য সময়

আপডেট- ১৯-০৪-২০১৯ ১৫:২৩:২৭

ভোট দিয়ে অনুতাপে আঙুল কেটে ফেললেন তরুণ

vote

ভুল করে অপছন্দের প্রতীকে ভোট দিয়ে অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন এক যুবক। 

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এমন অদ্ভুত ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার শিকারপুরে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম-এ ভোট দিচ্ছিলেন তিনি। সামান্য অমনোযোগিতার ফলে নিজের পছন্দের বাইরের প্রতীকে টিপ পড়ে যায়। সম্ভবত প্রতীকটি ছিল খুবই অপছন্দের। তাই অনুতাপে নিজের আঙুলই কেটে ফেলেন সেই ভোটার।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, ইভিএমে বহুজন সমাজ পার্টির (বসপা) হাতি প্রতীকে বোতাম টিপতে গিয়ে ভুল করে বিজেপির প্রতীক পদ্মফুলে চাপ পড়ে যায় শিকারপুরের আবদুল্লাপুর হালসানা গ্রামের দলিত যুবক পবন কুমারের। ফলে জোট প্রার্থী যোগেশ ভার্মার জায়গায় ভোট পড়ে বিজেপি প্রার্থী ভোলা সিংয়ের ঝুলিতে। অনুতাপে নিজের আঙুল কেটে ফেললেন বহুজন সমাজ পার্টির ওই সমর্থক।

এলাকাবাসী জানায়, এতে খুবই অনুতপ্ত হন পবন। শুধু তাই নয়, বাড়িতে এসে কাস্তে দিয়ে নিজের বাঁ হাতের আঙুল কেটে ফেলেন পবন।

এবার বুলন্দশহরে হাড্ডাহাড্ডির লড়াই হচ্ছে সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজবাদী পার্টি (বসপা) এবং আরএলডি জোট বনাম বিজেপির মধ্যে।

এদিকে বৃহস্পতিবার ভোটের শুরু হতেই গোলমাল পাকিয়ে ফেলেন বিজেপি প্রার্থী ভোলা সিং। একটি বুথে গিয়ে তিনি ভোট চেয়ে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভোলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়।