পর্তুগালের মাদেইরা আইল্যান্ডে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১১ নারীসহ ২৯জন নিহত হয়েছেন। বুধবারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৭জন।
নিহতদের অধিকাংশই জার্মানির নাগরিক বলে জানা গেছে। পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
বাসটিতে মোট ৫৫জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।