SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১৮-০৪-২০১৯ ১৩:১৯:৩২

গাইবান্ধায় ন্যাশনাল চিলড্রেন ট্রাস্কফোর্সের মৌন প্রতিবাদ কর্মসূচী

gai

নুসরাতসহ সারা দেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মৌন প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় শহরের ১ নং ট্রাফিক মোড়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এ কর্মসূচীর আয়োজন করে।

মৌন প্রতিবাদ কর্মসূচীতে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা শিক্ষকের হাতে যৌন হয়রানী বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য উপযুক্ত পরিবেশসহ নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। পরে মৌন প্রতিবাদ কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।