ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে ২৮তম দিনের মতো চলছে বিআইডব্লিউটিএ'র উচ্ছেদ অভিযান। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আশুলিয়ার ধউর ব্রিজের পর থেকে তুরাগ পাড় থেকে শুরু হয় উচ্ছেদ।
এসময় তুরাগ পাড় দখল করে গড়ে তোলা দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান নাভানা গ্রুপের দুটি বিশাল গোডাউন উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। সেখানে দেখা যায়, তুরাগ তীরের কয়েক একর নদীর জায়গা দখল করে প্রতিষ্ঠানটি পাইপ ও এলপিজি সিলিন্ডারের বিশাল গোডাউন করে ব্যবসা করে আসছিলো।
পরে নদীর জায়গা দখল করার জন্য ব্যবহৃত বালু ও মাটি পাঁচ লাখ টাকায় নিলামে বিক্রি করে দেয় সংস্থাটি। নদীর জায়গা দখলের পাশাপাশি নাভানা গ্রুপ একই জায়গায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রেখে ব্যবসা করে আসছিলো বলে দাবি করেছে সংস্থা দুটি।