SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-০২-২০১৯ ১৬:৪৮:৪০

কবি আহসান হাবিবের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

pirojpur

পিরোজপুরে কবি আহসান হাবিবের ১০২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এতে অংশ নেয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।