SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১১-০২-২০১৯ ১৪:১৮:৪৮

নিরাপদ খাদ্য নিশ্চিতে বিএসটিআই ব্যর্থ: আদালত

milk1-somoy

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দুধ, দুগ্ধজাত খাবার এবং দই জরিপ করে দুই সপ্তাহের মধ্য রিপোর্ট দিতে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালত বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই ব্যর্থ।

একই সঙ্গে দুদক চেয়ারম্যানকেও তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুধে ভেজাল দেয়ার সঙ্গে জড়িতদের কেনো সর্বোচ্চ শাস্তি দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া বাজারে গাভীর প্যাকেটজাত তরল দুধে মাত্রাতিরিক্ত কীটনাশক, সীসা ও অ্যান্টিবায়োটিক পাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেনো অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

এরআগে, বাজারে সহজলভ্য গাভীর তরল দুধ, দইয়ে মাত্রাতিরিক্ত সিসা, অ্যান্টিবায়োটিক, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে বলে একটি গবেষণায় উঠে আসে।