SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ০৩-০২-২০১৯ ১০:২৮:০৯

সেনাবাহিনীর চার নারী অফিসারের সাফল্যগাঁথা

army

সম্প্রতি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেলো বাংলাদেশ সেনাবাহিনীর ৪৭তম দীর্ঘমেয়াদী কোর্সের চার নারী কর্মকর্তা। ২৪ জানুয়ারি সেনাবাহিনী সদর দফতরে ওই নারী সেনা কর্মকর্তাদের লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান।

কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে সাথে তাল মিলিয়ে চলা নারীদের সাফল্যে সম্প্রতি যুক্ত হয়েছে আরো চারটি নাম। নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতায় সফল হয়ে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের চার নারী কর্মকর্তা। ২৪ জানুয়ারি সেনাবাহিনী সদর দফতরে ওই নারী সেনা কর্মকর্তাদের লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান। এসময় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। 

সাপোর্ট উইং আর্মি এভিয়েশন গ্রুপের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারহান আফরীন বলেন, 'শুধু যদি বলি ভাল লাগছে তাহলে ভুল হবে। বিষয়টি গর্বের। এমন একটা অবস্থানে এসেছি যেখান থেকে আমাকে যোগ্য মনে করা হচ্ছে যে আমি কমান্ড করবো।'

সময় সংবাদের কাছে অভাবনীয় এই প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করেন এই নারী অফিসাররা। পরিবারের সমর্থন আর স্বজনদের উৎসাহে কেমন ছিলো এগিয়ে চলা?

ট্যাকটিকস উইং স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকসের প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল সারাহ আমির বলেন, 'উৎসাহ যদি না পেতাম তাহলে এই দুর্গম পথ পারি দেয়া সম্ভব হতো না।'

সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করেন নতুন প্রজন্মের নারীদের। 

৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানজিদা হোসেন বলেন, 'আমার বাবা বলেন তুমি দেশের কাজে নিজেকে নিয়োজিত করেছো। সব সময় চ্যালেঞ্জকে স্বাগত জানাবে।'

মেজর পদমর্যাদা থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পাওয়া চার নারী অফিসার হলেন- সানজিদা হোসেন, সৈয়দা নাজিয়া রায়হান, ফারহানা আফরীন ও সারাহ্ আমির ।