SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৩-০১-২০১৯ ১০:২৭:০৯

প্রেমিকের সঙ্গে ইন্দোনেশিয়ায় 'রোমাঞ্চকর' পরীমণি

porimoni

সময়টা একটু নড়বড়ে যাচ্ছিলো পরীমনির। তবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবি নির্মাণের পর থেকে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। এখন গতানুগতিক ছবিতে আর অভিনয় করছেন না তিনি। মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন এই নায়িকা। আর এর ফাঁকেই কাটিয়ে নিচ্ছেন অবকাশ। তাই সাংবাদিক প্রেমিককে নিয়েই পাড়ি জমালেন ইন্দোনেশিয়ার বালিতে।

সেখানে নিজেদের কিছু 'রোম্যান্টিক' সময়ের ছবি পরীমণি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন। যেখানে দেখা যায়, সুইমিং পুলের নীল পানিতে আলো ছড়াচ্ছেন পরী, সঙ্গে রয়েছেন তার প্রেমিক তামিম, যিনি পেশায় একজন বিনোদন সাংবাদিক।

এদিকে তামিম হাসানকে বিয়ে করার গুঞ্জন ছড়িয়েছে তা উড়িয়ে দিয়েছেন পরীমণি। তবে দু’জনের রসায়ন ভালোই যাচ্ছে তা বোঝা গেল পরীর কথায়। দুই পরিবারের পক্ষ থেকে ভালো সময় দেখে বিয়ের আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

পরীমনি বলেন, ‘ইদানীং আমাদের দুই পরিবার বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা করছেন। একটা সুন্দর সময় ঠিক করে, আয়োজন করে পারিবারিকভাবেই বিয়ে হবে। আমি আমার বংশের বড় মেয়ে আর তামিম তাঁর পরিবারের বড় ছেলে। তবে তামিম আর আমি তো এখনই বিয়ে করতে চাই। হা হা হা...’